ISSN: 2454-7182
- মাইক্রোসফট অফিস ওয়ার্ড সফটওয়্যারে অভ্র কি বোর্ডের সাহায্যে কালপুরুষ (Kalpurush) ফন্টে টাইপ করে ইমেলে লেখা পাঠাতে হবে।
- প্রবন্ধের শিরোনামের ফন্ট সাইজ হবে ২০, তার নীচে লেখকের নাম ও সংক্ষিপ্ত পরিচিতি থাকবে ১৬ ফন্ট সাইজে। তার নীচে যথাক্রমে থাকবে ২০০ শব্দের মধ্যে প্রবন্ধের সারসংক্ষেপ, ১০ শব্দের মধ্যে সূচকশব্দ এবং মূল প্রবন্ধ। সারসংক্ষেপ, সূচক শব্দ ও মূল প্রবন্ধ হবে ১৪ ফন্ট সাইজ।
- মূল প্রবন্ধ (তথ্যসূত্রসহ) হতে হবে কমপক্ষে ২০০০ শব্দের। প্রবন্ধের সর্বোচ্চ শব্দসীমা ৫০০০। অবশ্য ‘সাম্প্রতিক রচনা পরিচয়’ বিভাগের লেখা ১০০০ শব্দের মধ্যে হওয়া বাঞ্ছনীয়।
- লেখা পাঠাতে হবে .docx ফাইলে। (সঙ্গে pdf ফাইল-ও দিতে হবে)
- তথ্যসূত্র দেওয়ার ক্ষেত্রে MLA Handbook Latest Edition-এর নিয়ম অনুসরণ করতে হবে।
- লেখার সঙ্গে প্রাবন্ধিকের সাম্প্রতিককালের এক কপি পাসপোর্ট সাইজের কালার ফোটো জে.পি.ই.জি/জে.পি.জি ফরম্যাটে পাঠাতে হবে।
- প্রয়োজনে নিঃসংকোচে সম্পাদকীয় ঠিকানায়, ইমেলে বা মোবাইলে যোগাযোগ করা যেতে পারে।
ইমেল:
ekusherdheu.article@gmail.com
মোবাইল নং:
৯৪৭৪৫০৪০৮৪, ৮৯০০৪৮৫৭৩১