প্রবন্ধ পাঠানোর নিয়মাবলি

ISSN: 2454-7182

  1. মাইক্রোসফট অফিস ওয়ার্ড সফটওয়্যারে অভ্র কি বোর্ডের সাহায্যে কালপুরুষ (Kalpurush) ফন্টে টাইপ করে ইমেলে লেখা পাঠাতে হবে।
  2. প্রবন্ধের শিরোনামের ফন্ট সাইজ হবে ২০, তার নীচে লেখকের নাম ও সংক্ষিপ্ত পরিচিতি থাকবে ১৬ ফন্ট সাইজে। তার নীচে  যথাক্রমে থাকবে ২০০ শব্দের মধ্যে প্রবন্ধের সারসংক্ষেপ, ১০ শব্দের মধ্যে সূচকশব্দ এবং মূল প্রবন্ধ।   সারসংক্ষেপ, সূচক শব্দ ও মূল প্রবন্ধ হবে ১৪ ফন্ট সাইজ। 
  3. মূল প্রবন্ধ (তথ্যসূত্রসহ) হতে হবে কমপক্ষে ২০০০ শব্দের। প্রবন্ধের সর্বোচ্চ শব্দসীমা ৫০০০। অবশ্য ‘সাম্প্রতিক রচনা পরিচয়’ বিভাগের লেখা ১০০০ শব্দের মধ্যে হওয়া বাঞ্ছনীয়। 
  4. লেখা পাঠাতে হবে  .docx ফাইলে। (সঙ্গে pdf ফাইল-ও দিতে হবে)
  5. তথ্যসূত্র দেওয়ার ক্ষেত্রে MLA Handbook Latest Edition-এর নিয়ম অনুসরণ করতে হবে।
  6. লেখার সঙ্গে প্রাবন্ধিকের সাম্প্রতিককালের এক কপি পাসপোর্ট সাইজের কালার ফোটো জে.পি.ই.জি/জে.পি.জি ফরম্যাটে পাঠাতে হবে।
  7. প্রয়োজনে নিঃসংকোচে সম্পাদকীয় ঠিকানায়, ইমেলে বা মোবাইলে যোগাযোগ করা যেতে পারে।

ইমেল:
ekusherdheu.article@gmail.com

মোবাইল নং:
৯৪৭৪৫০৪০৮৪, ৮৯০০৪৮৫৭৩১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *