পত্রিকাগোষ্ঠীর সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য সমস্ত গবেষক, গবেষণায় ইচ্ছুক মননশীল বন্ধুদের আহ্বান জানানো হচ্ছে। আসুন আমরা বাংলা সাহিত্য সংস্কৃতির এক বিরাট পরিমণ্ডল গড়ে তোলার মহতী যজ্ঞে নিয়োজিত হই। সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে যে ব্যাধি-গুলো আমাদের সমাজ-সভ্যতাকে পিছনের দিকে টেনে ধরছে তাদের বিরুদ্ধে আমরা একতাবদ্ধ সংগ্রামে অবতীর্ণ হই। আমাদের হাতিয়ার হয়ে উঠুক কলম। একইসঙ্গে আমরা যুক্ত হতে চাই সশরীরে (শুধু কাগজে-কলমে নয়) সামাজিক ও সাংস্কৃতিক ক্রিয়াকলাপে। সার্বিক প্রচেষ্টায় আমাদের এগিয়ে চলার প্রতিজ্ঞা। তাই সদস্য হওয়ার জন্য নির্দ্বিধায় যোগাযোগ করুন।
ইমেল: ekusherdheu@gmail.com
মোবাইল নং: ৯৪৭৪৫০৪০৮৪, ৮৯০০৪৮৫৭৩১